খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি জামায়াতের নারী ধর্ষণ, অগ্নিসন্ত্রাস আর হত্যা মানুষ দেখতে চায় না। তারা ২০১৪ সালের মত আবার নিরিহ মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তারই ধারাবাহিকতায় পুলিশ ও সাংবাদিক হত্যা এবং গাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে। তিনি বলেন, বিএনপি ’৭১-এর মত নারী ধর্ষণ এবং মানুষকে জীবন্ত পুড়িয়ে মারছে। ওদের কাছে দেশ ও জাতির নিরাপদ নয়। এরা দেশ ও জাতির শত্রু, এদের প্রতিহত করে দেশ ও জাতিকে নিরাপত্তা দিতে হবে। সেজন্যে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ’৭১-এর প্রেতাত্মাদের চিরতরে দাফন করিয়ে দিতে হবে। এজন্য সার্কিট হাউসের জনসভায় মহিলাদের জনসমুদ্রে পরিণত করে বিএনপির দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।
রবিবার (০৫ নভেম্বর) বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে ২৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বিরেন্দ্র নাথ ঘোষ, এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম অধ্যাপক রুনু ইকবাল বিথার ও নাজনীর নাহার কনা। মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জু মনোয়ারা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা রহমান শিল্পী’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ নেতা মুক্তি রায়, নুরানী রহমান বিউটি, নুর জাহান রুমী, খাদিজা কবির তুলি, লিভানা পারভিন, পারভিন ইলিয়াছ, কনিকা সাহা, সুপ্তি হাসান, আলেয়া সাহিদ, রেজয়ানা প্রধান, মিনু আহম্মেদ ও লাকি আখতার প্রমুখ;
২৩ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি কনিকা শাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুপ্তি হাসান’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জু মনোয়ারা, সাধারণ সম্পাদক সুলতানা রহমান শিল্পী, মহিলা আওয়ামী লীগ নেতা মুক্তি রায়, নুরানী রহমান বিউটি, নুর জাহান রুমী, খাদিজা কবির তুলি, লিভানা পারভিন, পারভিন ইলিয়াছ, আলেয়া জাহিদ, রেজয়ানা প্রধান, মিনু আহম্মেদ ও লাকি আখতার প্রমুখ। সভায়, আগামী ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় মহিলাদের উপস্থিতি নিশ্চত করার আহবান জানানো হয়।
অপরদিকে রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায়ও প্রধান অতিথির সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক । ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চ. ম. মুজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর মো. লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার মজিবর রহমান, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম বাবলু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা।
এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. মোক্তার হোসেন, আলী আকবর, জাহাঙ্গীর আলী মন্টু, কাউন্সিলর মাহামুদা বেগম, বাদশা হাওলাদার, ঈসরাফিল, এ্যাড. শফিউল আলম সুমন, বাহাউদ্দিন শেখ বাহার, সেলিম শিকদার, আবুল হোসেন, জামাল হোসেন, ইদ্রিস আলী খান বাংগালী, নাজমুল হক মুকুল, কবির হোসেন, আব্দুল হাই মাতুব্বর, আলম মুন্সি প্রমুখ। খবর বিজ্ঞপ্তির