বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

দেয়ালে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত

গেজেট ডেস্ক

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেয়ালে প্রাইভেটকারের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন পৌর মেয়রসহ ৪ জন। রোববার দুপুরে নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন কর্মকার পৌর মেয়র আঞ্জুমান আরার গাড়িচালক ও শহরের মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের ছেড়ে। আহতরা হলেন- পৌর মেয়র আঞ্জুমান আরা, কাউন্সিলর ইপি রাণী বিশ্বাস, নড়াইল পৌর যুবলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু ও পৌরসভার হিসাবরক্ষক সাইফুজ্জামান লিন্টু।

আহত সাইফুজ্জামান লিন্টু জানান, দুপুরে মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা বাহিরডাঙ্গায় সুইপার কলোনি পরিদর্শন শেষে পৌরসভায় ফিরছিলেন। ভওয়াখালী এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেয়ালে ধাক্কা দেয়।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়রের গাড়িচালক সুজনকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়রকে উন্নত চিকিৎসার জন্য যশোর কুইন্স হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন