ডুমুরিয়ার সন্তান, খুলনা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ও অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো সাহরিয়ার রহমান রাজু সম্প্রতি নিউজিল্যান্ডের ওয়েলিংটন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এএনজেডসিএ কনফারেন্স ২০২৩-এর একজন আমন্ত্রিত প্যানেল স্পিকার নির্বাচিত হয়েছেন।
আগামী ২৪ নভেম্বর কোভিডকালীন গবেষণার উপর তিনি প্রফেসর জেরার্ড গগিন (ইউনিভার্সিটি অব সিডনী), প্রফেসর মনিক লুইস (গ্রিফিথ ইউনিভার্সিটি) ও প্রফেসর ডেভিড নোলান (ইউনিভার্সিটি অব ক্যানবেরা)- প্যানেলের প্রথম বক্তা হিসেবে তাঁর বক্তব্য উপস্থাপন করবেন। উক্ত কনফারেন্সে তিনি একমাত্র বাংলাদেশি আমন্ত্রিত অতিথি এবং উক্ত প্যানেলে একমাত্র বিদেশি স্পিকার।
উল্লেখ্য, এএনজেডসিএ অস্ট্রেলিয়ার ক্যানবেরা-ভিত্তিক জাতীয় কমিউনিকেশন অ্যাসোসিয়েশন যা বিগত চার দশকের বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণার উপর কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি প্রেসিডেন্ট সার্ভিস, গ্রান্ট নোবেল, অ্যান ডুন, ক্রিস্টোফার নিউওয়েলসহ নানা ধরণের অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। এ বছরের এএনজেডসিএ কনফারেন্সে বিশ্বের ৫০-টির অধিক দেশের গবেষক ও প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
খুলনা গেজেট/এনএম