দেশের সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে দুই সেশনে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিকেলে দ্বিতীয় ভাগের সংলাপ শুরু হয়েছে। বিএনপিসহ আরও নয়টি দল এতে অংশ নেয়নি।
ইসি সূত্র জানায়, বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্য দলগুলো নির্বাচন কমিশনে অনুষ্ঠিত সংলাপে যোগ দেওয়া থেকে বিরত ছিল।
এর আগে সকালের ৮টি রাজনৈতিক দল সংলাপে যোগ দেয়নি। এর মধ্যে আছে বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগ বিএমএল এবং বাংলাদেশ মুসলিম লীগ। সব মিলিয়ে ১৭টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিল না।
দ্বিতীয় দফার সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, কমিশন সংক্ষিপ্ত নোটিশে দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সিইসি বলেন, সময়ের কারণে কোনো কোনো দল অংশ নেয়নি। তারা চাইলে আমরা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কথা শোনার চেষ্টা করব। কারণ আমরা সবার সঙ্গে আলাপ করতে চাই।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগসহ ২২ দলের সঙ্গে এবং বিকেল ৩টায় বিএনপি ও জাতীয় পার্টিসহ আরও ২২ দলের সঙ্গে সংলাপের ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন।
খুলনা গেজেট/এনএম