শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

অবরোধে ইবিতে ক্লাসের পাশাপাশি চলবে পরীক্ষাও

ইবি প্রতিনিধি

বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচির দিনগুলোতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাসের পাশাপাশি পরীক্ষাসমূহও অনুষ্ঠিত হবে। শনিবার (৪ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৫ ও ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাসের পাশাপাশি পরীক্ষাসমূহও অনুষ্ঠিত হবে এবং অফিস যথারীতি খোলা থাকবে।
এদিকে অবরোধের কারণে ওই দিনগুলোতে ইবিতে অনুষ্ঠিতব্য ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের জব টেস্ট স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস।
প্রজ্ঞাপন সূত্রে, ইবির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং চিকিৎসা কেন্দ্রের ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আগামী ৫ ও ৬ নভেম্বর পরীক্ষা দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের পর রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টা সারাদেশে দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াত।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন