বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গেজেট ডেস্ক

খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের বোগদিয়ার মাঠ এলাকায় বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া সেখান থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল, ইটের টুকরা, লাঠি ও রড উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবজাল গাজী বাদী হয়ে বিএনপির ৫০/৬০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আব্দুল রকিব মল্লিকসহ ৪৫ জনের নাম উল্লেখসহ ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, বাদীসহ কয়েকজন খবর পেয়ে গিয়ে দেখেন আসামিরা বোগদিয়ার মাঠ এলাকায় অবরোধের সমর্থনে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। এছাড়া তারা সরকার উৎখাতের জন্য ককটেল ও লাঠিসোটা নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তখন তিনি পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে যায়। এ সময় অবরোধ সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ ও ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

দিঘলিয়া থানার ওসি রিপন কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, বিস্ফোরিত দুটি ককটেলের অংশ বিশেষ, ৭টি লোহার রড, ১০টি বাঁশের লাঠি ও এক বস্তা ইটের টুকরা উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন