বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে ছয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বিশ্বকাপের আয়োজক ভারত। তাই বলাই যায় টুর্নামেন্টটির সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে তারা। এখন কেবল এক ম্যাচ জিতলেই আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত হবে।
তবে কাগজ-কলমের গাণিতিক হিসেব বলছে ভিন্ন কথা। ক্রিকেট অনিশ্চিয়তার খেলা। তাই একটি হিসেব অনুযায়ী, এমন দাপুটে পারফর্মের কারণে নিশ্চিত না ভারতের সেমিফাইনাল। গেল বিশ্বকাপে পাঁচ ম্যাচ জয় মানেই যেখানে ছিল সেমির নিশ্চয়তা, সেখানে এবার অপেক্ষা করতে হচ্ছে সাত ম্যাচ পর্যন্ত।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত এখন টেবিলের শীর্ষে রয়েছে। এখন পর্যন্ত তারা খেলেছে ছয় ম্যাচ। ভারতের ম্যাচ বাকি শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে ১২ পয়েন্ট নিয়েও নিশ্চিন্ত হওয়া যাবে না।
রবিন রাউন্ড লিগের প্রথম চারের বাইরে থাকা দলগুলির মধ্যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের এখনও সুযোগ রয়েছে ১২ পয়েন্টে পৌঁছে যাওয়ার। ফলে তিনটি দল ১২ পয়েন্টে পৌঁছে গেলে লড়াই হবে নেট রানরেটের। সেই সম্ভাবনা থাকায় ১২ পয়েন্ট পেলেই সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকা হয়ে যাবে না ভারতের।
যদিও ষষ্ঠ রাউন্ডের শেষ ম্যাচে আজ সোমবার শ্রীলঙ্কা এবং আফগানিস্তান একে অপরের বিরুদ্ধে খেলবে। তাই একটি দল পয়েন্ট হারাবেই।
পয়েন্ট টেবিলের প্রথম চার দল যথাক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ভারতের ১২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা রয়েছে ১০ পয়েন্টে। বাকি দুই দলের পয়েন্ট ৮। চারটি দলই ছ’টি করে ম্যাচ খেলেছে। প্রথম চার দলের ঠিক পিছনে চার পয়েন্ট করে নিয়ে যথাক্রমে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং নেদারল্যান্ডস। এখানেই মূলত শুরু জটিলতার।
এই চার দলের মধ্যে পাকিস্তান এবং নেদারল্যান্ডস খেলেছে ছয়টি করে ম্যাচ। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান পাঁচটি করে ম্যাচ খেলায় ১২ পয়েন্টে পৌঁছে যাওয়ার সুযোগ এখনও রয়েছে তাদের কাছে। পাকিস্তান এবং নেদারল্যান্ডস সব ম্যাচ জিতলে থামবে ১০ পয়েন্টে।
এছাড়া বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে পড়েছে পড়ে গিয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচ শেষ মাত্র ২ পয়েন্ট তাদের। বাকিসব ম্যাচ জিতলেও যা শেষপর্যন্ত যাবে ৮ পয়েন্টে। এই পয়েন্ট নিয়ে শেষ চারে থাকা রীতিমত অসম্ভব। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে তাই বাড়ি ফেরার পরিকল্পনা করতে হচ্ছে টাইগারদের।
খুলনা গেজেট/এনএম