শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

হরতাল ঘিরে মোংলায় কঠোর অবস্থানে পুলিশ

মোংলা প্রতিনিধি

সারাদেশে সকাল-সন্ধ্যা বিএনপি, জামায়াতের ডাকা হরতালকে ঘিরে নাশকতা মোকাবেলায় মোংলায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক এবং এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শনিবার (২৮ অক্টোবর) রাত থেকেই নাশকতা মোকাবেলায় মোংলার বিভিন্ন গুরত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় পুলিশের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সামসুুউদ্দিন জানায়, হরতালকে কেন্দ্র করে বিক্ষোভ কিংবা যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে উপজেলার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও জানমালের জন্য হুমকি এমন যেকোন কর্মসূচি মোংলায় হতে দেয়া হবে না। হরতালে যারা নাশকতামূলক কর্মকাণ্ড করবে তাদের ছাড় দেয়া হবে না। হরতালের সমর্থনে ভাঙচুর, জ্বালাও-পোড়াও করলে তা শক্ত হাতে দমন করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন