বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

৬ উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসকে নাগালের মধ্যে আটকে রেখেছে বাংলাদেশের বোলাররা। ইনিংসের শেষ বলে ২২৯ রানে অলআউট করেছে তাদের। জবাব দিতে নেমে দলের ৪৫ রানে লিটন দাস, তানজিদ তামিম ও নাজমুল শান্ত ফিরে যান। পরে আউট হয়েছেন সাকিব ও মিরাজ।

বাংলাদেশ ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ ও শেখ মাহেদী। এর আগে মেহেদী মিরাজ ৩৫ রান করে ফিরেছেন। নাজমুল শান্ত ৯ রান করে আউট হয়েছেন। লিটন ৩ ও তানজিদ ১৫ রান করে আউট হয়েছেন। সাকিব করেছেন মাত্র ৫ রান। মুশফিক ফিরেছেন ১ রান করে।

এর আগে নেদারল্যান্ডসের হয়ে ৬৮ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এছাড়া বারেসি ৪১, ফন বিক ২৩ ও সাইব্রেন্ট এংগেলব্রেচ্ট ৩৫ রানের ইনিংস খেলেন।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন