বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

নয়াপল্টনে গুলিতে যুবদল নেতা নিহত

গেজেট ডেস্ক

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলিতে আহত এক যুবদল নেতা হাসপাতালে মারা গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী জানান, ওই যুবদল নেতার নাম শামীম মোল্লা।

কাদের গনি বলেন, “শামীম মোল্লার বাবার নাম ইউসুফ মোল্লা। তিনি মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সভাপতি। আজ বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ গুলি করে। পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।”

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন