ঢাকার আরামবাগ মোড়ে জামায়েত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের ঢল নেমেছে। পূর্বঘোষণা অনুযায়ী এই সমাবেশে ভোর থেকেই নেতাকর্মীদের আনাগোনা বাড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরামবাগ মোড় থেকে শুরু করে আশেপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আরামবাগ মোড় থেকে শুরু করে ফকিরাপুল, কমলাপুর, মতিঝিল আইডিয়াল পর্যন্ত ছড়িয়ে গেছে।
সরেজমিন দেখা যায়, বিপুল সংখ্যক নেতাকর্মীর আগমনে জামায়াত শিবিরের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। গ্রুপ বেঁধে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। অনেকের হাতে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন রয়েছে।
এদিকে জামায়াতের সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নেতাকর্মীদের আনাগোনার আগে থেকেই পুলিশ শাপলা চত্বরে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। পুলিশ ছাড়া আর কেউ সেখানে প্রবেশ করতে পারছেন না। বেরিকেডের পাশেই পুলিশের কয়েক’শ সদস্য অবস্থান করছেন। জলকামান ও সাজোয়া যানসহ সকল প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ।
জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বলছেন, আজকের সমাবেশের জন্য আমরা আগে থেকেই প্রস্তুুত ছিলাম।
শত বাধা আসলেও আমরা আজকের সমাবেশে বাস্তবায়ন করতাম।
খুলনা গেজেট/এনএম