খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে বোমা, অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত দলের ৪ সদস্য আটক
  নড়াইলের তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস
  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

চীনে আন্তর্জাতিক উৎসবে খুলনার ছেলে চিত্রশিল্পী মিন্টু দে’কে সম্মাননা

একরামুল হোসেন লিপু

খুলনার ছেলে চিত্রশিল্পী মিন্টু দে কে চীনের জিয়ামেনের জিমেই প্রদেশে অনুষ্ঠিতব্য আসিয়ান কালচার অ্যান্ড আর্ট এক্সচেঞ্জ সেন্টারে চলমান আসিয়ান কালচার অ্যান্ড আর্ট ক্রিয়েশন সিজন Ⅳ শীর্ষক আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মাননা সনদ প্রদান করেছে।

চলতি মাসের ২০ অক্টোবর প্রদর্শনীতে মিন্টু দে বাংলাদেশর চট্টগ্রামের কাপ্তাই লেক শিরোনামের জল রংয়ে অঙ্কিত শিল্পকর্ম প্রদর্শন করে উক্ত সম্মাননা সনদ অর্জন করেন।

আন্তর্জাতিক এ শিল্প প্রদর্শনীর বিভিন্ন ইভেন্টে বিশ্বের ১৩টি দেশের ৯৩ জন শিল্পী অংশগ্রহণ করছেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের ২০০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। চীন ছাড়াও থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মলদোভা, সার্বিয়া, বাংলাদেশ, আর্জেন্টিনা, রাশিয়া, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রর শিল্পীরা প্রদর্শনীতে অংশগ্রহন করছেন।

প্রদর্শনীতে বাংলাদেশের শিল্পী মিন্টু দে সহ ৬ জন শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। মিন্টু দে জলরঙে আকাঁ কাপ্তাই লেকের ছবিটির জন্য এই সম্মাননা লাভ করেন।

মিন্টু দে তার চিত্রকর্মের জন্য এ পর্যন্ত বহু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। আগামী ২-৬ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমুন্ডু তে অনুষ্ঠিত হবে “৩য় আন্তর্জাতিক ওয়াটার কালার ফেস্টিভেল ২০২৩” উক্ত ফেস্টিভেলে জলরঙের চিত্রকর্মের জন্য ওয়ার্ল্ড প্রাপ্তির জন্য মিন্টু দে মনোনীত হয়েছেন।

মিন্টু দে ‘র জন্ম এবং বেড়ে ওঠা খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে। ছোটবেলা থেকেই চিত্রকর্মের প্রতি তাঁর আকর্ষণ ছিলো প্রবল। বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর ভর্তি হন খুলনা আর্ট কলেজে। সাফল্যের সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৬ সালে ভারতের কেরালার কোচি দরবার আর্ট সেন্টারে আর্ট মাস্টার পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে কোস্টারিকার আন্তর্জাতিক জল রং উৎসবে দ্বিতীয় স্থান অর্জন করে বিদেশের মাটিতে দেশের সুনাম তুলে ধরেন। ২০২২ সালে তুরস্ক ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সম্মাননা গ্রহন করেন। মিন্টু দে বাংলাদেশের জলরং শিল্পী গোষ্ঠী ‘রঙ্গের গাড়ি’ র প্রতিষ্ঠাতা।

আসিয়ান কালচার অ্যান্ড আর্ট এক্সচেঞ্জ সেন্টারে আন্তজার্তিক এই প্রর্দশনীটি চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!