কাঁধের ব্যথা ফিরে আসায় ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি ডানহাতি পেসার তাসকিন আহমেদ। বিশ্রাম নিয়ে ওই ব্যথা কমে যাওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার বিষয়ে আশাবাদী তিনি। শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বিয়ষটি জানিয়েছেন তাসকিন নিজে।
ইডেন গার্ডেন্সের ম্যাচ নিয়ে তাসকিন বলেছেন, ‘ইডেন গার্ডেন্সে ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে খেলেছিলাম। আশা করছি, আগামীকাল আবার খেলবো।’
তার ইনজুরি নিয়ে তাসকিন জানিয়েছেন, গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন তিনি। তখন থেকেই তার কাঁধে সামান্য সমস্যা আছে। প্রথম তিন ম্যাচ খেলার পরে ব্যথা বেড়ে গিয়েছিল এবং ভেতরে জায়গাটা ফুঁলে গিয়েছিল। সেজন্য টিম ম্যানেজমেন্ট চিকিৎসকের পরামর্শে তাকে বিশ্রামে রেখেছিল।
ওই ব্যথা পুরোপুরি সেরেছে কিনা, শতভাগ দিতে পারবেন কিনা এমন প্রশ্নে তাসকিন বলেছেন, ‘আমি খেলার জন্য প্রস্তুত। আশা করছি, সেরাটা দিতে পারবো। পেসারদের এমন টুকটাক ব্যথা থাকেই। এটা মেনে নিয়েই খেলে যেতে হয়। বিশ্রাম নিয়ে খেললে বোলিং করার সময় তেমন ব্যথা অনুভব হয় না।’
কাঁধের ওই ইনজুরি থেকে সেরে ওঠার জন্য টি-২০ বিশ্বকাপের আগে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। চিকিৎসক তাকে বলেছিল, সার্জারি করালে পুরোপুরি সেরে যাবে ওই নিশ্চয়তা নেই। তাসকিনও সেজন্য সার্জারির পথে না হেঁটে চোট ম্যানেজ করে খেলছেন।
ইডেনে নেটে বৃহস্পতিবার ও শুক্রবার প্রাকটিস উইকেটে বোলিং অনুশীলন করেছেন তাসকিন। অসুবিধা হয়নি উল্লেখ করে বলেছেন, ‘সার্জারি করালে যেহেতু সেরে ওঠার নিশ্চয়তা নেই, সেজন্য এভাবেই খেলে যেতে হবে। দোয়া করবেন, যেন ফিট থেকে সেরাটা দিয়ে খেলে যেতে পারি।’
খুলনা গেজেট/ টিএ