আগামীকাল শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে এবার কারাবন্দি যুবদল নেতা এসএম জাহাঙ্গীরের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাসায় তার স্ত্রী ও দুই কন্যা ছিলেন। এর মধ্যে একজন কন্যা কোরআনে হাফেজ।
গত মার্চ থেকে কারাবন্দি আছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ সভাপতি এসএম জাহাঙ্গীর।
এস এম জাহাঙ্গীরের স্ত্রী রাজিয়া সুলতানা জানান, রাত সাড়ে ১২টার পরে উত্তরা পশ্চিম থানা পুলিশের তিন থেকে চারটি গাড়ি তার আব্দুল্লাহপুরের বাসভবন ঘিরে ফেলে। তাদেরকে এসএম জাহাঙ্গীরের কারাবন্দি অবস্থার কথা জানানোর পরেও বাসা তল্লাশির কথা বলেন। কিন্তু ঘরে কোনো পুরুষ লোক না থাকায় আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। পরে কমিউনিটির কর্মকর্তারা এবং সিকিউরিটি গার্ড আসার পরে আমি দরজা খুলি। পুলিশ বাসায় ঢুকে বিল্ডিংয়ের ছাদ থেকে শুরু করে সবকিছু তল্লাশি চালায়। তারা এস এম জাহাঙ্গীরের কিছু পোস্টার এবং তার ব্যক্তিগত কিছু ফাইল নিয়ে চলে যায়।
খুলনা গেজেট/এনএম