শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

জেলগেট থেকে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক,  বাগেরহাট

বাগেরহাট জেলগেট থেকে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী আটক করেছে পুলিশ। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে  বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করে। আটকের  পর দুুটি মাইক্রোবাসে করে তাদের নতুন পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
আটকদের মধ্যে বাগেরহাট জেলা বিএনপির সদস্য  ওহিদুল ইসলাম পল্টু, মোংলার সাবেক পৌর কমিশনার আলাউদ্দিনসহ
বিএনপির ১২ ও জামায়াতের ৯ নেতাকর্মী রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বাগেরহাট জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক শেখ ইউনুস আলী বলেন, উচ্চ আদালত থেকে জামিন এবং অন্য কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাঁদের বেশ কিছু নেতাকর্মীরা সন্ধ্যায় বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পান। সেখান থেকে অবৈধভাবে পুলিশ ৯ জনকে ধরে নিয়ে গেছে।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম  বলেন, সন্ধ্যায় জামিনে মুক্তি পাওয়া আমাদের নেতাকর্মীদের পুলিশ জেলগেট থেকে তুলে নিয়ে গেছে। এছাড়া জেলা জুড়েই পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধরতে অভিযান চালাচ্ছে। সরকারি দল ও পুলিশ মিলে বিভিন্ন স্থানে হামলা ও দমন পিড়ন চালাচ্ছে। গেল ক’দিন ধরে বিভিন্ন স্থানে আমাদের নেতাদের কর্মীদের উপর হামলা হচ্ছে।
আটকের বিষয়ে পুলিশের একাধিক কর্মকর্তার সাথে কথা হলেও এ বিষয়ে কেউ কোন কথা বলতে চাননি। তবে আটকের বিষয়টি নিশ্চিত না করলেও পুলিশের দুজন কর্মকর্তা বলেন, যাচাই বাছাইয়ের পর আটক বা কত জন আটক তা জানাতে পারবো।
এদিকে ঢাকারসমাবেশে অংশ নিতে বাগেরহাট থেকে বিএনপি-জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী এরই মধ্যে ঢাকা গেছেন বলে দলীয় সূত্রগুলো নিশ্চিত করছে।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন