বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দুই চিকিৎসক রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।বুধবার (২৫ অক্টোবর) রাত ১০টার পরে তারা এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তারা। আরেক চিকিৎসক দেশে পৌঁছালে আবারও মেডিকেল বোর্ডের সঙ্গে বসবেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা।
এরপর খালেদা জিয়ার চিকিৎসায় পরবর্তী করণীয় নির্ধারণে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবেন তারা।
এর আগে আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান যুক্তরাষ্ট্রের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন—ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও ডা. হামিদ আহমেদ আব্দুর রব।
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসক দলের তিনজনই জনস হপকিন্স হাসপাতালের। ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন হেপাটোলজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ, ডা. হামিদ আহমেদ আব্দুর রব কিডনি ট্রান্সপ্লান্ট কর্মসূচির পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ এবং ডা. ক্রিস্টোস জর্জিয়াডস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক।
খুলনা গেজেট/এইচ