শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে কৃষক নিহত

গেজেট ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ধান খেতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহিম (৩৬) নামে কৃষক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ মনোহরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

নিহতের প্রতিবেশী স্কুলশিক্ষক আবুল বাশার জানান, রহিম অন্যের জমি চাষ ও ভ্যান চালিয়ে সংসার চালাতেন। সম্প্রতি বাড়ি থেকে তার ভ্যানটি চুরি হয়ে যায়। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধানের জমিতে পানি ও কীটনাশক স্প্রে করতে যান। এ সময় শ্যালো মোটর চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন