খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন বাগেরহাট জেলা সদর এলাকার শাহীন (৬৫) এবং নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পদ্মবিল এলাকার কমলা (৩২)।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফোকারপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত মারা গেছেন দুই জন। আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪১ জন। এ নিয়ে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৭১০ জন। হাসপাতালে বর্তমানে ২৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৪ ঘন্টায় ছাড়পত্র পেয়েছেন ৬ জন।
খুলনা গেজেট/এমএম/এনএম