ঢাকার মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য আজ বুধবার থেকে ঢাকায় যাওয়া শুরু করবেন খুলনা বিএনপির নেতাকর্মীরা। দলের সংকটের মধ্যেও খুলনা বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিএনপি নেতারা জানান, প্রতিবার ঢাকায় কর্মসূচিতে যাওয়ার সময় যানবাহন বন্ধ থাকা, পথে পথে তল্লাশিসহ নানা প্রতিবন্ধকতার সম্মুখিন হন তারা। সে কারণে এবার তারা মহাসমাবেশের আগেই ঢাকায় চলে যাবেন। এছাড়া আবাসিক হোটেলে থাকলে সেখানে পুলিশ অভিযান চালিয়ে আটক করে। সে কারণে ঢাকায় হোটেলে থাকার পরিবর্তে বন্ধুবান্ধব অথবা আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে থাকার পরিকল্পনা রয়েছে তাদের।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী জানান, তারা ইতোমধ্যে প্রস্তুতি সভা করেছেন। জেলার ৯টি উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী মহাসমাবেশে যোগ দেবে। তবে কোনো বাস ভাড়া করে নেতাকর্মীরা একসঙ্গে ঢাকায় যাবে না। নেতাকর্মীরা যে যার মতো সমাবেশের ২/১ দিন আগে ঢাকায় পৌঁছে যাবে। তিনি বলেন, বুধবার বিকাল থেকেই নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, নগরীর ৫টি থানার নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে ও নিজস্ব খরচে বাসে অথবা ট্রেনে ঢাকায় যাবেন। মহাসমাবেশের দিন তারা একসঙ্গে সমাবেশে যাবেন। সেভাবে নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আলাদাভাবে ঢাকার মহাসমাবেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বাধীন সাবেক নেতারা। মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানান, প্রস্তুতি সভা করে নেতাকর্মীদের নির্দেশনা জানানো হয়েছে। বুধবার থেকে ঢাকায় যাওয়া শুরু হবে। গ্রেপ্তার এড়াতে দল ধরে না যাওয়া, হোটেল-মেসে না থাকাসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন তারা।
খুলনা গেজেট/এইচ