খুলনায় মাছ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। নগরীর শিরোমনি এলাকার বাদামতলা এলাকা থেকে মজুন (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাছের ঘের নিয়ে বিরোধের জেরে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছে র্যাব।
গ্রেপ্তার মজনু নগরীর আড়ংঘাটা থানা এলাকার ওমর শেখের ছেলে। তিনিও ওই এলাকায় ঘের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারের পর রাতে তাকে খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে রোববার বিকালে নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কের পাশে একটি ঘরে থেকে মাছ ব্যবসায়ী আবুল কালাম শেখের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
মজুনর উদ্বৃতি দিয়ে র্যাব জানায়, ঘের নিয়ে দীর্ঘদিন ধরে নিহত আবুল কালামের সঙ্গে মজনু শেখের বিরোধ চলছিলো। রোববার সকাল ৮টায় কালাম নিজ বাড়ি থেকে ঘেরের উদ্দেশ্য বের হয়। আগে থেকেই ঘের এলাকায় মজনু ও তার সহযোগিরা অপেক্ষায় ছিলো। ঘেরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আবুল কালামকে হত্যা করে লাশ ঘেরের কচুরিপানার মধ্যে ফেলে চলে যায়। এ ঘটনায় রাতেই আবুল কালামের ভাই বাদি গিয়ে আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
আড়ংঘাটা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তার মজনু হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।
খুলনা গেজেট/হিমালয়