টানা দুই জয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপ শুরুর পর পরের দুই ম্যাচ হেরে অনেকটাই পথ হারিয়েছে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দীদের দেশে হওয়া বিশ্বকাপে সেমিফাইনালের যেতে এখন বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না বাবর আজমের দলের। সেই লক্ষ্যে আজ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে এশিয়ার দেশ আফগানিস্তানের মুখোমুখি হয় পাকিস্তান। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তানকে জয়ের জন্য ২৮৩ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে পাকিস্তান।
বেলা আড়াইটায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাক অধিনায়ক বাবর আজম। ওপেনার আব্দুল্লাহ শফিক ও বাবর আজমের ফিফটি এবং শেষে ইফতেখার আহমেদের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করে। আফগানদের পক্ষে স্পিনার নুর আহমেদ সর্বোচ্চ তিনটি উইকেট নেন।
বিস্তারিত আসছে…