নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ধাপে ধাপে আন্তরিকতার সাথে সকল দলকে আমন্ত্রণ দিয়েছিলাম, চলেন আমরা আলোচনায় বসি। তারপরও বলেছিলাম কিছু আলোচনার দরকার নেই, কোন কোন দল আসেনি। এটা তাদের ব্যাপার, নাও আসতে পারে। তার ইচ্ছা অথবা আমাদের উপরে আস্থা নেই। আমি যদি ধারণাপত্রে লেখি যে আমার উপর আস্থা কম আছে, এটা মিথ্যা কথা বলি না? আমি জানি যে আমি কি করছি। সুতরাং কার কি ধারণা সেটা আমার প্রয়োজন নেই। এই পরিস্থিতিতে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন করব।
রোববার দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনার উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খুলনা গেজেট/এনএম