বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ধান ক্ষেতে ইদুর মারতে বিদ্যুৎ, নিহত ১

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় সুতারখালী ইউনিয়নে ৮নং ওয়ার্ডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে  সুতারখালী ইউনিয়নের কালাবগী (৮ংওয়ার্ডের) জোয়াদ্দার পাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, ২১ অক্টোবর শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে স্থানীয়  শহীদুল সানার স্ত্রী আনোয়ারা বেগম ধানের ক্ষেতে ইদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ  স্থাপন করেন। জনসাধারণের চলাচলের রাস্তার ওপর দিয়ে তার টানার কারণে,  ওই পথ দিয়ে হেঁটে যাবার সময় স্থানীয় লুৎফার সানার জামাই তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাদি গ্রামের মোক্তার মোড়ালর পুত্র আবদুলা মোড়ল(৩৪) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন