খুলনার লবনচরা থানা এলাকার মোহাম্মদনগরে ভূমি দস্যুদের বিরুদ্ধে নিরীহ মানুষদের জমি দখল ও হুমকির অভিযোগ উঠেছে। শনিবার (২১ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
অভিযুক্ত জনৈক আমিনুল ইসলাম মিন্টু ও মিন্টু গ্রুপের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ওই ব্যক্তি মোহাম্মদনগর এলাকার মৃত হারেজ ডাক্তারকে জমির দাবিদার বানিয়ে এ হয়রানি করছেন।
ভুক্তভোগী এফ এম আখতার ফারুক ও এস্কেন্দার আলী শেখসহ অন্যরা জানান, তারা মোহাম্মদনগর এলাকার ৮/১০ টি পরিবার দীর্ঘ ২৫/৩০ বছর এলাকায় বসবাস করছেন। সেখানে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, মসজিদের ইমাম ও ব্যবসায়ীরা রয়েছেন। তারা আইন অনুযায়ী জমির দলিল, খাজনা, মিউটেশন, রেকর্ড, অনলাইনে সম্পন্ন করেছেন। বিগত সময়ে কেউ ওই জমির দাবি করেননি। সম্প্রতি আমিনুল ইসলাম মিন্টু ও মিন্টু গ্রুপের লোকজন মোহাম্মদ নগর এলাকার অনেক বাসিন্দার কাছে যান। তারা অকথ্য ভাষায় বিভিন্ন ধরণের গালি গালাজ করে জমি ছাড়ার হুমকি দিচ্ছে। এতে এলাকায় স্থায়ীভাবে বসবাসকারীরা মানসিকভাবে অসুস্থ্য হয়ে পড়েছেন। কেউ উচ্ছেদের আতংকে ভুগছেন। আমিনুল ইসলাম মিন্টুর দাবিকৃত সম্পতি নিয়ে একটি দেওয়ানি মামলা নং-১৫৮/২২ চলমান। হাজের ডাক্তারের পক্ষে আমিনুল ইসলাম মিন্টুর দাবিকৃত ১৪২৩ এর হারেজ ডাক্তার এর সম্পত্তি বাটা হয়ে ১৪৭৫নং দাগে পরিণত হয়েছে। যে দাগে হারেজ ডাক্তার এর ওয়ারিশারা দখলে আছেন।
ভুক্তভোগীরা এ বিষয়ে প্রশাসনের কাছে প্রতিকার দাবি করেন।
খুলনা গেজেট/কেডি