খুলনা, বাংলাদেশ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩৬ ঘণ্টার মধ্যে ভারতের হামলার গোয়েন্দা তথ্য আছে : পাকিস্তানের তথ্যমন্ত্রী

রূপসায় ভিসন এশিয়া জুটমিলে ভয়াবহ আগুন 

নিজস্ব প্রতিবেদক

খুলনার রুপসা উপজেলায় আলাইপুর এলাকায় ভিসন এশিয়া জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২১অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পূর্ব-উত্তর কোণা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভিসন এশিয়া জুট মিল এ অঞ্চলের একটি বড় পাটজাত পণ্য প্রক্রিয়া করার কারখানা। এখানে পাট থেকে সূতা উৎপাদন করা হয়। জুটমিলের গাড়ী ও গোডাউনের সেড পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ৫০০ মেট্রিকটন ধারন ক্ষমতা সম্পন্ন গোডাউনের সম্পুর্ন পাট পুড়ে ভষ্সিভুত হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হতে পারে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব-উত্তর কোণায় বৈদ্যুতিক খুঁটি থেকে পাট প্রক্রিয়া করার প্রথম শেড যা গোডাউন হিসেবে ব্যবহারিত হয় সেখানে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পরে আশপাশের লোকজন সহ আগুন নিয়ন্ত্রণ করে।

খুলনা ফায়ার সার্ভিসের সহাকরী পরিচালক মো. ফারুক শিকদার বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা সদর, রূপসা ও তেরখাদার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছে।’

ভিসন জুট মিলের এমডি মোঃ আরিফুল ইসলাম জানান, আমি খুলনা অফিসে ছিলাম, আগুন লাগার সংবাদ শুনে ফায়ার সার্ভিসকে অবগত করি এবং তাৎক্ষণিকভাবে মিলে ছুটে আসি। এসে দেখি মিলের শ্রমিক, ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। প্রাথমিকভাবে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি ধারণা করেন।

খুলনা গেজেট / বিএম শহিদুল ইসলাম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!