বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গেজেট ডেস্ক

মেহেরপুরে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শিশিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাই জব্বার আলীর অভিযোগ, তার বোনকে হত্যার পর লাশ পুড়িয়ে দিয়েছে তার ভগ্নিপতি।

এ ব্যাপারে জানতে চাইলে মেহেরপুর সদর থানার ওসি দারা শাহ বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন