বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সময় সমাগত, সবাই রেডি থাকেন : দুদু

গেজেট ডেস্ক

নেতাকর্মীদের তৈরি থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সময় সমাগত রেডি থাকেন। সবাইকে তৈরি থাকতে হবে। যার যা আছে তাই নিয়ে তৈরি থাকুন।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

দুদু বলেন, যারা আমার নেত্রীকে কারাবন্দি করে রেখেছে, আমাদের নেতাকে বিদেশে থাকতে বাধ্য করছে তাদের মসনদ ভেঙে চুরমার করে ফেলতে হবে।

বাংলাদেশ মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে উল্লেখ করে দুদু বলেন, শুধু একটু ধাক্কা দিতে হবে। এখানে(নয়াপল্টন) খালেদা জিয়াকে নিয়ে আসবো। সবাই তৈরি আছেন তো?

দলের আরেক ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, যে কোনও সময় গণঅভ্যুত্থান হবে। শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী।

আরেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বলেন, ঢাকাবাসী এই সরকারের পতনের জন্য আপনারা তৈরি আছেন তো? এই দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আগামীতে তারা গণতন্ত্র ফিরিয়ে আনবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন