বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি নেদারল্যান্ডসের

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালায় টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে ডাচরা।

ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নেদারল্যান্ডস। দলীয় ৫০ রানে চার ব্যাটারকে হারায় তারা। এরপরও বড় জুটি গড়তে ব্যর্থ হয় ডাচরা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।

তবে শেষে দিকে অধিনায়ক স্কট এডওয়ার্ডের ৬৯ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রানের পুঁজি পায় নেদারল্যান্ডস। প্রোটিয়াদের পক্ষে লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন ও কাগিসো রাবাদা নেন ২টি করে উইকেট।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন