হিমাচল প্রদেশের ধর্মশালায় গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কবলে পড়েছে আজকের নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটিও। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকেই স্টেডিয়াম ও আশেপাশের এলাকায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টসও হয়নি। শেষমেশ এক ঘণ্টা দেরিতে অর্থাৎ বাংলাদেশ সময় ৩টার দিকে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
তবে টসের পরে বেরসিকের মতো আবার হানা দেয় বৃষ্টি যার ফলে ৫০ ওভারের ম্যাচটি নেমে আমে ৪৩ ওভারে। বৃষ্টি বাগড়া না দিলে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপের দ্বাদশ দিনে মাঠে গড়াচ্ছে নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ। দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। এই ম্যাচের আগে দুই দল অবস্থান করছে দুই মেরুতে। প্রথম দুই ম্যাচে বিশাল ব্যবধানের জয় পেয়েছে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়ারা। আর ডাচরা হেরেছে দুই ম্যাচেই।
ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে বড় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে রেকর্ডের বন্যা বইয়ে ১০২ রানের জয় পেয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় তারা।
অন্যদিকে, আপসেট ঘটিয়ে এবারের বিশ্বকাপ শুরুর লক্ষ্য ছিল নেদারল্যান্ডসের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচেই ৮১ রানের হার বরণ করে নেয় ডাচরা। পরের ম্যাচে নিউজিল্যান্ডের সাথেও লড়াই করতে পারেনি নেদারল্যান্ডস। নিউজিল্যান্ডের ৩২২ রানের জবাবে ২২৩ রান পর্যন্ত যেতে পারে তারা। ৯৯ রানে ম্যাচ হারে ডাচরা।
এদিকে, দুই দলই আজ একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। শামসির জায়গায় দক্ষিণ আফ্রিকার দলে ফিরেছেন তরুণ পেসার জেরাল্ড কোয়েটজি। আর নেদারল্যান্ডস দল থেকে বাদ পরেছেন রায়ান ক্লেইন। তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে লোগান ভ্যান বেককে।
খুলনা গেজেট/ টিএ