বাংলাদেশ এক ধরনের ফিলিস্তিন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ফিলিস্তিন নিয়ে কতকিছু ভাবতাম একসময়, কতদিন কাঁদতাম। মনে হতো আধুনিক বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে ইসরায়েলের সৃষ্টি আর আগ্রাসন। মনে হতো এই পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগা জাতি হচ্ছে ফিলিস্তিনিরা।
আসিফ নজরুল বলেন, এখন আর কিছু লিখি না ফিলিস্তিন নিয়ে। পড়ি না, বা না পড়ার চেষ্টা করি। কারণ আমার নিজের দেশই তো এক ধরনের ফিলিস্তিন হয়ে গেছে এখন। আমার দেশের মুক্তিকামী মানুষও আছে নির্যাতন-নিপীড়নে কোণঠাসা অবস্থায়।
তিনি আরও বলেন, ফিলিস্তিনে নির্যাতনকারীর পক্ষে আছে পরাশক্তি। আমার দেশেও নির্যাতনকারীর পক্ষে আছে আঞ্চলিক পরাশক্তি। নিজের দেশের মানুষের দুঃখ-কষ্ট দেখে আর ফিলিস্তিনি ভাইদের কথা জানার শক্তি থাকে না। শুধু দোয়া করি আল্লাহ্ তাদের বঞ্চনার অবসান করুন, দয়া করুন।
খুলনা গেজেট/ টিএ