শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

ইকুয়েডরে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ড্যানিয়েল নোবোয়া। ৩৫ বছরের নোবোয়া দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট।

গত রোববার ইকুয়েডরে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়। ৯০ শতাংশ ভোট গণনার পর গতকাল সোমবার ইকুয়েডরের নির্বাচন কর্তৃপক্ষ নোবোয়াকে বিজয়ী ঘোষণা করে। খবর বিবিসির

গত আগস্টে ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট হয়। তাতে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন। তাই নিয়ম অনুযায়ী, প্রথম দফার ভোটে এগিয়ে থাকা দুই প্রার্থী লুইসা ম্যাগদালেনা গঞ্জালেস ও ড্যানিয়েল নোবোয়া পরবর্তী দফার নির্বাচনে লড়েন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন