ইসরাইলি আগ্রাসন ও নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যা বন্ধ এবং স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্র ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার (১৪ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটায় ফুলতলা উপজেলা শহীদ আসাদ রফিক গ্রন্থকার চত্বর থেকে ‘জায়ানবাদী ইসরাইল নিপাত যাক’ স্লোগানে মুখরিত একটি বিক্ষোভ মিছিল ফুলতলা বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলতলা উপজেলা ওয়ার্কার্স পার্টির আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক কমরেড আরিফুজ্জামান বাবলু। সমাবেশে বক্তৃতা করেন পার্টির কেন্দ্র কমিটির সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু, খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড আমিরুল সরদার, জেলা কমিটির সদস্য কমরেড আ. মজিদ মোল্লা, কমরেড প্রভাষক গৌতম কুন্ডু, কমরেড প্রভাষক জাহাঙ্গীর আলম। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির ফুলতলা উপজেলা সভাপতি রেজোওয়ান আলী খান, কৃষক নেতা সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান সরদার, নারী মুক্তির সংসদের ফুলতলা উপজেলার সভাপতি নারীনেত্রী সীতা রানী ও সাধারণ সম্পাদক রোকেয়া বেগম, শ্রমিক নেতা মফিজুর রহমান, যুব মৈত্রীর নেতা অরূপ নাগ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা সংগঠিত করে মানবতা বিরোধী যে অপরাধ করছে তা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোর দাবি জানান।
খুলনা গেজেট/কেডি