শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যবিপ্রবিতে ছাত্রলীগের এমপি গ্রুপের দু’পক্ষের সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিবেদক, যশোর 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্রলীগের একনেতাসহ দু’জনকে মারপিট করেছে একই গ্রুপের নেতাকর্মীরা। আহত দু’জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে এ মারপিটের ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি আল মামুন শিমন ও কর্মী আশরাফুল আলম। এরা দু’জনই এমপি গ্রুপের কর্মী বলে শিক্ষার্থীরা জানিয়েছে।

হাসপাতালে আহতরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সোহেল রানাও এমপি গ্রুপের। বেশ কিছুদিন ধরে এ গ্রুপে নিজেদের মধ্যে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাঠে আন্তঃবিভাগ ফুটবল খেলা চলাকালীন সভাপতি সোহেল রানার অনুসারী হৃদয়, রানা, বেলাল, রকি, রাকিব, লিমন, লাবিব, মুসফিক, শোয়েব, রাব্বি, মোহাম্মদ রাফি, মেহেদীসহ ৪০ নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। এসময় তাদেরকে বেধড়ক মারপিট করা হয়। হামলাকারীদের সাথে সোহেল রানাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আহতরা। পরে তাদেরকে শিক্ষার্থীরা উদ্ধার করে জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেছে। আহতরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ দায়ের করেছেন।

খুলনা গেজেটে/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন