বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

রোহিতের ফিফটিতে একশ’ ছাড়াল ভারত

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে ব্যাট হাতে ভালো করতে পারেনি পাকিস্তান। শুরু ভালো করেছিল দলটি। তবে ১৫৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর ১৯১ রানে অলআউট হয়েছে তারা।

জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারায় ভারত। ওপেনার শুভমন গিল (১৬) ক্যাচ দিয়ে ফিরে যান। পরে বিরাট কোহলি ফিরলেও রোহিতের ফিফটিতে ছুটছে স্বাগতিকরা।

ভারত ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১১০ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা রোহিত শর্মা ৬১ রানে খেলছেন। তার সঙ্গী শ্রেয়াস আয়ার। বিরাট কোহলি ১৬ রান করে ক্যাচ দিয়েছেন।

এর আগে পাকিস্তানের হয়ে ৩৬ রান করেছেন ইমাম উল। বাবর আজমের ব্যাট থেকে আসে ৫০ রানের ইনিংস। ৪৯ রান করেন মোহাম্মদ রিজওয়ান।

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ  ও হার্ডিক পান্ডিয়া তিনটি করে উইকেট নিয়েছেন। দুই স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজাও নিয়েছেন দুটি করে উইকেট।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন