খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস
  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

খুলনায় বিএনপির ‘অনশন’ শুরু

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে ডাকা ‘অনশন’ শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুশন শুরু হয়।

শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় কেডি ঘোষ রোডে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়েছে।

মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে গণঅনশনে অংশ নিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, দলটির কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবি নেতৃবৃন্দ। পরিচালনা করছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।

সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই বিএনপির মহানগর ও জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা ২টা পর্যন্ত এ গণঅনশন কর্মসূচি পালন করবে দলটি।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!