বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

শুরুর ধাক্কা সামলে জয়ের পথে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৪৬ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার মুস্তাফিজুর রহমান। তবে শুরুর ধাক্কা সামাল দেন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন।
ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন ৮০ রানের জুটি গড়েন। পরে কনওয়েকে ফিরিয়েছেন সাকিব। তবে উইলিয়াম ও মিশেলের ব্যাটে জয়ে পথে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ৩৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৪ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা কেন উইলিয়ামসন ৭৩ রানে খেলছেন। তার সঙ্গী ডার্লি মিশেল করেছেন ৩৩ রান। এর রচিন ফিরেছেন ৯ রান করে। কনওয়ের ব্যাট থেকে এসেছে ৪৫ রান।

এর আগে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। সাকিবের ব্যাট থেকে ৪০ ও মাহমুদউল্লাহ ৪১ রানের ইনিংস খেলেছেন।

চেন্নাইয়ের উইকেট স্পিন বান্ধব হলেও বাংলাদেশের উইকেট নিয়েছেন কিউই পেসাররা। ফকি ফার্গুসন তিন উইকেট নিয়েছেন। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি নিয়েছেন দুটি করে উইকেট। দুই উইকেট নিয়েছেন স্পিনাররা।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন