বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

মুশফিক-সাকিবের ব্যাটে দলীয় একশ’ পার

জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে সাকিব আল হাসানের দল।

এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হলেও নিউজিল্যান্ডকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ হেরেছিল ২ উইকেটে।

সাকিব-মুশফিক জুটির ৫০, বাংলাদেশের ১০০। ২৭ ওভারে ৪ ইউকেট হারিয়ে ১৩১ রানে ব্যাট করছে বাংলাদেস। সাকিব ৫১ বলে ৪৭ ও মুশফিক ৫২ বলে ৫১।

আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪৯ রানে ৪ উইকেট পড়েছিল বাংলাদেশের। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৬ রানে নেই ৪ উইকেট। আরও একবার টপ অর্ডারের বেহাল দশায় বিপদে দল। ক্রিজে থাকা দুই ব্যাটার সাকিব আল হাসান ও মুশফিকের ব্যাটে ২১ ওভার শেষে দলীয় শতরান পূর্ণ হয়েছে বাংলাদেশের।

তাদের ব‍্যাটে ৫৯ বলে এসেছে ৫০ রান। এতে অগ্রণী মুশফিক, ৩৩ বলে তার ব‍্যাট থেকে এসেছে ৩৩ রান। ১৬ রান করেছেন সাকিব।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন