খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় (একদিনে) ডেঙ্গু আক্রান্ত ২ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন।
মৃতরা হলেন, খুলনার লবনচরা এলাকার সরশ্বতি দাস (৪২) ও পিরোজপুরের নাজিরপুর এলাকার রোজভী শেখ (৮৫)।
বৃহস্পতিবার (১২ অক্টেবার) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।
তিনি জানান, চলতি বছরে খুমেকে সর্বমোট ২ হাজার ২৪০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। বর্তমানে হাসপাতালে ২১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছরে এ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/ টিএ