খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদে প্রায় ২ বছর পর প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বিকেলে ৪ টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজানের সভাপতিত্বে ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী আঃ কুদ্দুস ১০ ভোট পেয়ে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়। ১নং ওয়ার্ড ইউপি সদস্য মাওলানা আবু সালেহ লস্কর ৭ ভোট পেয়ে ২নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়। তাছাড়া সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে ৩নং প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচনি ফলাফল সমান সমান হলে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বিনোদিনী পালকে সমর্থন করায় ৩ নং প্যানেল চেয়ারম্যান হিসেবে তিনি বিজয়ী হন।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করা ইউপি সচীব মোঃ নবীর হোসেনকে ২ বছর পর প্যানেল চেয়ারম্যান নির্বাচন এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছুই বলতে পারব না। ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান তিনিই ভাল জানেন।
নির্বাচনে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুল ইসলাম নন্দু, সাবেক ইউপি সদস্য নুর আলী, ইউপি সদস্য সাজ্জাদ হোসেন সাকিল, সমর কুমার মন্ডল, শুকুমার বৈরাগী, সাহেব আলী শেখ, শফিকুল ইসলাম, দিবাংশু মালাকার মনি প্রমুখ।
খুলনা গেজেট/ বিএম শহিদুল ইসলাম