বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

খালিশপুরে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আরিফ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনার খালিশপুর এলাকার সন্ত্রাসী এফ.এম হাদিউজ্জামান আরিফকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১০ অক্টোবর রাতে খালিশপুরের মদিনাবাগ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

আরিফ দৌলতপুর থানার দেয়ানা মুকুল ভান্ডারের মোড় এলাকার মো. ওবাইদুল্লাহ এর ছেলে।  তার বিরুদ্ধে  অস্ত্র, মাদকসহ  বিভিন্ন অপরাধে ৬ টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, ২০২১ সালে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল খালিশপুর থানা পুলিশ। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় নিয়মিত মামলা হয়। জামিনে মুক্তি পেয়ে আবারও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েন তিনি।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন