সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ৭০২পিস ইয়াবাসহ পাইকারী বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনার মহানগরীর রূপসা বাজার এলাকা থেকে ৭০২ পিস ইয়াবাসহ রানা আহম্মেদ তারা (৪০) নামের মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার দুপুরের এঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা রানা আহাম্মেদ তারা মাদারীপুরের শিবচরের কাজিসুরা মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। ঢাকার খিলগাও ১৮ পশ্চিমহাজিপাড়ায় বসবাস করেন। তাকে রূপসা বাজারের জাহান মৎস্য পাইকারী আড়তের সামনে থেকে ৭০২পিস ইয়াবা ও ১০ হাজার ৫০০টাকাসহ গ্রেপ্তার করা হয়। সে পেশাদার মাদক বিক্রেতা বলে জানিয়েছে র‌্যাব।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন