আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সেই ধারবাহিকতা ধরে রাখার লক্ষ্যে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।
ইংল্যান্ড- ৮৯/০ (১৪ ওভার)
মালানের ফিফটি
ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে সাকিবকে স্কয়ার লেগে ঠেলে এক রান নেন মালান। সেই সঙ্গে স্পর্শ করেন ব্যক্তিগত ফিফটি। বিশ্বকাপে এটি তার প্রথম ফিফটি।
প্রথম পাওয়ার প্লেতে উইকেট শূন্য বাংলাদেশ
দশ ওভারের মধ্যেই ৫জন বোলার ব্যবহার করেছেন সাকিব। তিন পেসারের সঙ্গে হাত ঘুরিয়েছেন সাকিব-মিরাজ। তবে কিছুতেই সাফল্য মেলেনি। প্রথম পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান তুলে ইংল্যান্ড।
৪৯ বলে ইংলিশদের ৫০
শুরুটা ধীরগতির হলেও সময়ের সঙ্গে সঙ্গেই রানের গতি বাড়িয়েছে ইংল্যান্ড। দুই ওপেনার মালাল ও বেয়ারস্টোর সাবলীল ব্যাটিংয়ে ৪৯ বলেই প্রথম অর্ধশতক স্পর্শ করেছে ইংলিশরা।
শুরুতেই রিভিউ নষ্ট করলেন সাকিব
আফগানিস্তানের বিপক্ষে নতুন বলে সুবিধা করতে পারেননি পেসাররা। তবে ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করেন তাসকিন-মুস্তাফিজ। ইনিংসের ৫ম ওভারের প্রথম বলে মুস্তাফিজের বাউন্সারে পুল করেছিলেন ডেভিড মালান। তবে ব্যাটে-বলে করতে পারেননি। বল উইকেটকিপারের হাতে গেলে কট বিহাইন্ডের আবেদন করে বাংলাদেশ। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। এরপর রিভিউ নেন সাকিব। কিন্তু লাভ হয়নি। তৃতীয় আম্পায়ার নিশ্চিত করেছেন বল মালানের কাঁধে লেগেছিল।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দ্বিতীয় ম্যাচে বাদ পড়ছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দলে এসেছেন শেখ মেহেদী। আগের ম্যাচে ৫ বোলার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। যা নিয়ে বেশ সমালোচনা সইতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। বাড়তি বোলিং অপশন হিসেবে আজ যুক্ত হয়েছেন মেহেদী। ইংল্যান্ড দলেও আছে এক পরিবর্তন। মঈন আলীর বদলে দলে এসেছেন রিস টপলি।
বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।
খুলনা গেজেট/এনএম