বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

দৌলতপুরের গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনার দৌলতপুরে গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। প্রায় ২৫ দিন পর রোববার বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়বাড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে ধর্ষণ মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হলো।

র‌্যাব জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে নগরীর দৌলতপুরে নিজ ঘরে ওই গৃহবধূকে ধর্ষণ করেন আল-আমিনসহ ১০/১৫ জন দুর্বৃত্ত। এ ঘটনার ৫ দিন পর দৌলতপুর থানায় আল আমিনসহ ৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫ জনকে আসামি করে মামলা করেন ওই গৃহবধূ। মামলার পর থেকে বরিশাল, ঢাকা, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন আল আমিন। অবশেষে রোববার ভোরে চিতলমারী থেকে তাকে গ্রেপ্তার করা হলো।

মামলার তদন্ত কর্মকর্তা ও দৌলতপুর থানার ওসি কাজী কামাল হোসেন জানান, ধর্ষণ মামলা এজাহারভুক্ত ১ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রধান আসামিকে গ্রেপ্তারের তথ্য র‌্যাব জানিয়েছেন। দ্রুত তাকে আমাদের কাছে হস্তান্তর করা হবে।

 

খুলনা গেজেট/এইচ এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন