খুলনার ডুমুরিয়া উপজেলার ২৩নং আরশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ০৭/১০/২৩ ইং তারিখ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ করেছে।
আরশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শেখ আব্দুস সামাদ অভিযোগে উল্লেখ করেন, সরকারি নির্দেশনা মোতাবেক গত ০৭/১০/২০২৩ সকাল অনুমান ১০ টার দিকে শ্রমিক দিয়ে তাদের স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করা হয়। এসময় উত্তর আরশনগর গ্রামের বাবর আলী সরদারের ছেলে মোঃ মনিরুল ইসলাম, জামাল সরদার ও জাকির সরদার পূর্ব পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে অনাধিকার প্রবেশ করে সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাঁধা দেয়। এসময় তারা সেন্টারিং এর বিভিন্ন মালামাল ভাংচুর করে ক্ষতি সাধন করে। এমনকি বিবাদীরা গায়ের জোরে স্কুলের সম্পত্তিতে কাটা দ্বারা ঘেরা বেড়া দেয়। তখন স্কুলের দপ্তরি এভাবে সরকারি জায়গায় জোরপূর্বক বেড়া দেওয়ার কারণ জানতে চাইলে স্কুলের বারান্দায় উঠে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান বলেন, কোমলমতি শিশুদের লেখাপড়া করার সুবিধার কথা বিবেচনা করেই জমিটি মাফজোপের মাধ্যমে আমরা সীমানা প্রাচীর দিচ্ছিলাম। কিন্তু কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শিক্ষা ধ্বংস করার পায়তারাসহ প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। যা আদৌও সমীচীন নয়।
এদিকে বিবাদী মনিরুল ইসলাম জমিটির সীমানা তাদের বলে দাবি করেন।
খুলনা গেজেট/এনএম