এক সাকিবেই ধুঁকছে আফগানিস্তান। তৃতীয় উইকেট তুলে নিয়েছেন তিনি। নাজিবুল্লাহ জাদরানের স্ট্যাম্প ভেঙেছেন বাংলাদেশ দলপতি। সুবাদে শেষ ৬ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট হারালো আফগানিস্তান।
ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি বাংলাদেশের হাতে। মোস্তাফিজ ও মিরাজের পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নেয়ার পর সাকিবের হাত ধরে ফের উইকেট উল্লাসে মাতে টাইগাররা। আর শেষ আঘাতটা হানেন তাসকিন আহমেদ। ভেঙে দেন মোহাম্মদ নাবির উইকেট।
মোস্তাফিজের আঘাতে ফেরেন ভয়ঙ্কর হয়ে উঠা রাহমানুল্লাহ গুরবাজও। শুরু থেকে দারুণ ব্যাট করছিলেন গুরবাজ, বেশ আত্মবিশ্বাসী ছিলেন বাইশ গজে। তবে অপরপ্রান্ত থেকে চাপ সৃষ্টি করে তাকে থামিয়ে রেখেছিল বাংলাদেশ। সেই চাপেই মোস্তাফিজের বলে তানজিদ তামিমকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
গুরবাজ আউট হন ২৫.২ ওভারে ৬২ বলে ৪৭ রান করে। এর আগের ওভারেই আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদিকে ফেরান মেহেদী মিরাজ। তাওহীদ হৃদয়ের ক্যাচ বানান তাকে। আউট হবার আগে ৩৮ বলে ১৮ করে আফগান দলপতি।
এই দুই ওভারে কোনো রান নিতে পারেনি আফগানিস্তান। পরের ২ ওভারে ৯ রান এলেও ২৯তম ওভারে এসে নাজিবুল্লাহকে ফেরান সাকিব। ১৩ বলে ৫ রান করে আউট হন নাজিবুল্লাহ। আর ৩০তম ওভারের শেষ বলে নাবিকে ৬ রানেই ফেরান তাসকিন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৪৭ রানে প্রথম উইকেট হারায় আফগানরা, ২৫ বলে ২২ করে ফেরেন ইবরাহীম জাদরান। ২৫ বলে ১৮ করেন তিনে নামা রহমত শাহ। দু’জনকেই ফেরান সাকিব আল হাসান
এই মুহূর্তে আফগানিস্তানের সংগ্রহ ৩০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান।
খুলনা গেজেট/এনএম