গত ৫ অক্টোবর পর্দা উঠেছে বিশ্বকাপের এবারের আসরের। তবে আজই প্রথম মাঠে নেমেছে বাংলাদেশ। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করছে টাইগাররা।
শুরুটা দারুণ করলেও উইকেট হারানোর পর আফগানদের রান তুলার গতি কিছুটা কমেছে। তবে প্রথম পাওয়ার প্লের মধ্যেই প্রথম ফিফটির দেখা পেল তারা। প্রথম পাওয়ার প্লে শেষে ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে আফগানিস্তান।
ইব্রাহিমকে ফেরালেন সাকিব
পেসাররা সুবিধা করতে না পারায় ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নিজের হাতে বল তুলে নেন সাকিব। তবে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। বোলিংয়ে এসে প্রথম ওভারেই বাউন্ডারি হজম করেছেন। তবে পরের ওভারে এসে ঠিকই পাল্টা জবাব দিয়েছেন সাকিব। দ্বিতীয় বলেই উইকেটের দেখা পেয়েছেন তিনি। এই বাঁহাতি স্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে এডজ হয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েছেন ইব্রাহিম। ২২ রান করা এই ওপেনারকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হেনেছেন বাংলাদেশ অধিনায়ক।
নতুন বলের সুবিধা নিতে পারছে না বাংলাদেশ
ধর্মশালায় সকালে পেসাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পান। সে হিসেবেই হয়তোবা টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন সাকিব। বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস শুরু করা তাসকিন প্রথম ওভারটায় বেশ আঁটসাঁট বোলিং করেছিলেন। তবে এরপর লাইন-ল্যান্থে খানিকটা ঘাটতি। অপর প্রান্তে শরিফুল ইসলামও নতুন বলের বাড়তি সুবিধা নিতে পারছেন না। ফলে ভালো শুরুই পেয়েছে আফগানিস্তান। ৫ ওভার শেষে বিনা উইকেটে তারা স্কোরবোর্ডে তুলেছে ২৭ রান।
তিন পেসার নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ভারত মিশনে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত একাদশই গড়েছে বাংলাদেশ। দলে আছেন তিন পেসারের সঙ্গে দুই স্পিনার। সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজের মতো অলরাউন্ডার একাদশে থাকায় ব্যাটিংয়ে লাইনআপও বেশ লম্বা হয়েছে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।
খুলনা গেজেট/এনএম