বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে নূরজাহান (০৪) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নূরজাহান উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমোলই এলাকার বাসিন্দা মো: নুর ইসলাম গাজীর মেয়ে।

বৃহষ্পতিবার (০৫ অক্টোবর) সকালে এ ঘটনাটি ঘটে। শিশু নূর জাহানের মৃত্যুতে স্বজনসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহষ্পতিবার সকালে নূর জাহানের মা তাকে তার নানির কাছে রেখে নার্সরীতে কাজ করতে যায়। এর পর সকলের অগোচরে শিশুটি খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে প্রতিবেশি একটি ছেলে সকাল ১০টার দিকে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়।

এরপর পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে দায়িত্বরত চিকিৎস মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন