বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চলছে অনূর্ধ্ব-১৯ দলের চার সপ্তাহের স্কিল ক্যাম্প। তবে ক্যাম্পের দুই-তিনজন ক্রিকেটারের মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়ায় হঠাৎই সাময়িক স্থগিত করা হয়েছে যুব দলের ক্যাম্প।
বিকেএসপিকে কভিডমুক্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান। কোচ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসা ও জরুরি কাজে বাইরে যেতে প্রয়োজন হয় বিশেষ অনুমতি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের কভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে ১ অক্টোবর যেতে হয়েছে বিকেএসপির আবাসিক ক্যাম্পে। ১৪ দিন যাওয়ার পর কভিড আতঙ্ক দেখা দিয়েছে ক্যাম্পের ক্রিকেটারদের মধ্যে। বিসিবি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানান, কয়েকজন ক্রিকেটার ও একজন ওয়েটারের মধ্যে কভিডের উপসর্গ দেখা দেওয়ায় সাময়িকভাবে দুই দিন ক্যাম্প বন্ধ রাখা হয়েছে।
গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার জানান, তিনজন ক্রিকেটারের মধ্যে কভিড উপসর্গ রয়েছে। তিনি বলেন,’যাদের মধ্যে উপসর্গ রয়েছে তারা এবং তাদের সংস্পর্শে আসা খেলোয়াড়দেরও টেস্ট করা হবে আজ। নমুনা দেওয়ার জন্য ঢাকায় আনা হবে সংশ্নিষ্ট ক্রিকেটারদের।
বিকেএসপির আন্তর্জাতিক হোস্টেলে থাকেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। যেখানে সম্প্রতি সংস্কার কাজ শুরু করেছে বিকেএসপি। কাজের জন্য প্রতিদিন বাইরে থেকে নির্মাণ শ্রমিক হোস্টেলে প্রবেশ করছেন কভিড টেস্ট না করে। আশঙ্কা করা হচ্ছে, শ্রমিকদের মাধ্যমে ক্যাম্পে ভাইরাস ছড়াতে পারে। বিষয়টি বিকেএসপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান কাউসার। বিকেএসপি কর্তৃপক্ষও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।
খুলনা গেজেট/এএমআর