বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে চুরির মালামাল উদ্ধার হয়নি ২৫ দিনেও

নিজস্ব প্রতিবেদক

দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনার ২৫ দিন অতিবাহিত হওয়ার পরও চোরাইকৃত মালামাল উদ্ধার হয়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এ পর্যন্ত  ৬ জনকে গ্রেপ্তার করলেও চোরাইকৃত মালামাল উদ্ধার করতে পারেনি। এ পর্যন্ত সন্দেহভাজন এক আসামির কাছ থেকে  উদ্ধার করা হয়েছে মাত্র নগদ ১০ হাজার টাকা। চোরাইকৃত বাকী মালামাল এবং নগদ টাকা উদ্ধারে  জোর তৎপরতা অব্যাহত রয়েছে বলে খুলনা গেজেটকে বলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তফা শাহিনুজ্জামান। তিনি বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক চোরাইকৃত মালামাল উদ্ধারে আমরা কৌশলে তৎপরতা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব দ্রুত ফলাফল আসবে।
উল্লেখ্য  গত ৯ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে দিঘলিয়া গ্রামের কালীবাড়ি মন্দির সংলগ্ন  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়নার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ চোরের দল বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায়। চোরাইকৃত মালামালের আনুমানিক মূল্য  সাড়ে ১৬ লক্ষ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ চুরির এ ঘটনাটি এলাকা তখন ব্যাপক  চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার একদিন পর মমতাজ শিরীন ময়নার স্বামী শেখ আল মামুন বাদি হয়ে দিঘলিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করেন। ঘটনার ২৫ দিন অতিবাহিত হওয়ার পরও দিঘলিয়া থানা পুলিশ ৬ জনকে চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করে। এরমধ্যে থানায় একজনের স্বীকারোক্তি অনুযায়ী নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হলেও বাকী টাকা এবং মালামাল অদ্যাবধি উদ্ধার হয়নি।
এ দিকে ঘটনার ২৫ দিন অতিবাহিত হওয়ার পরও চোরাইকৃত নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল উদ্ধার না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন মামলার বাদী ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ আল  মামুন। একই রকম হতাশা ব্যক্ত করেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না ।

খুলনা গেজেট/এইচ/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন