বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

দাকোপে বিরামহীন বৃষ্টিতে বিপর্যন্ত জনজীবন

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় টানা চার দিন বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। গত ৩০ সেপ্টেম্বর (শনিবার) ভোর থেকেই শুরু হয়ে বিরামহীন ভাবে ৪ অক্টোবর বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছে বৃষ্টি। দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ার কারণে দাকোপের নিম্নাঞ্চল প্লাবিত হবার উপক্রম হয়েছে। সাধারণ মানুষ কাজের জন্য বাহিরে বের হতে পারছে না।

কৈলাশগঞ্জ ইউনিয়ন হরিণটানা গ্রামের কৃষক নান্টু জোয়াদ্দার ও পরিতোষ মৃধা জানান, এমনিভাবে আর এক দিন বৃষ্টি হলে নিচু জমির ধান ক্ষেত ডুবে যাবে।

বাজুয়া ইউনিয়নে চুনকুড়ি উত্তর পাড়া গ্রামের উত্তম সরদার ও তপন ঢালী বলেন, একটানা বৃষ্টিতে তাদের পুকুর ডুবে মাছ বেরিয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, চালনা পৌরসভার শহীদ মিনার সড়কের কিয়দংশ ও উপজেলা পরিষদের সামনের রাস্তা জলমগ্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত চালনা পৌরসভার বৌমার গাছতলা চালনা খালের উপরের স্লুইস গেট সংগ্লন্ন রাস্তায় গভীর খাদের সৃষ্টি হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন